রাজশাহী জেলা প্রশাসকের কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

|

রাজশাহী করেসপনডেন্ট:

৮ কিলোমিটারের দীর্ঘ গণপদযাত্রা শেষে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জেলার কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) দুপুর ২টায় আন্দোলনকারী ছাত্রদের ১৮ সদস্যের একটি দল রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে স্মারকলিপি তুলে দেন। এ সময়, জেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে এ সময় জেলা প্রশাসক বলেন, স্মারকলিপির কপি মহামান্য রাষ্ট্রপতি বরাবর পৌঁছে দেয়া হবে। আপনারা যার যার ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে, বেলা সোয়া ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে শিক্ষার্থীরা গণপদযাত্রা শুরু করেন। কাজলা গেট হয়ে সাহেব বাজার হয়ে ৮ কিলোমিটার পায়ে হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান তারা। এ সময় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply