সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশ দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করছে সরকার। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না। কোনো ধরনের বলপ্রয়োগ করবেন না। রোববার (১৪ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করা সাংবিধানিক অধিকার। কোটা আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশ লেলিয়ে দেবেন না, বলপ্রয়োগ করবেন না। এ ধরনের কার্যক্রম মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে মত প্রকাশ করেন তিনি।
এসময় ব্যারিস্টার খোকন বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানান। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে যারা বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছে, তাদের চিহ্নিত করে বাদ দিতে হবে।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের বারের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ফজলে ইলাহী অভি, ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।
/এএম
Leave a reply