কোপা চ্যাম্পিয়ন হলে যত টাকা পাবে মেসি কিংবা রদ্রিগেজরা

|

পর্দা নামছে ৪৮তম কোপা আমেরিকার। সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় ফ্লোরিডার উপকণ্ঠে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মাঠে গড়াবে কোপার মেগা ফাইনাল ম্যাচ। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের বর্তমান এবং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া।

উরুগুয়েকে টপকে এককভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপার মালিক হতে চাইবে আর্জেন্টাইনরা। নিজেদের রেকর্ড ও টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬তম শিরোপা জয়ের লক্ষ্যে এদিন মাঠে নামবে আলবিসেলেস্তেরা। অপরদিকে প্রায় দুই যুগের অপেক্ষার অবসান চায় কলম্বিয়া। ২০০১ সালের পর আর কোপা ট্রফি জিততে পারেনি তারা।

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে সবমিলিয়ে এবার অংশ নিয়েছে ১৬টি দল। দক্ষিণ আমেরিকায় দেশের সংখ্যা কম হওয়ায় প্রতিবারই কনফেডারেশনের বাইরে থেকে অন্য কিছু দেশকে আমন্ত্রণ জানায় কনমেবল। এবারও তাই হয়েছে। আয়োজনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কনকাকাফের আরেক দেশ কানাডাও অংশ নেয় এবারের কোপায়। দল বাড়ায় এবার পুরস্কারের অর্থের পরিমাণও বাড়ছে। সব মিলিয়ে দলগুলোকে প্রাইজমানি হিসেবে এবার দেয়া হবে ৭২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৮৪৬ কোটি টাকা।

কোপায় চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা। রানার্সআপ পাবে ৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি টাকা। আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পাওয়া উরুগুয়ে পাবে ৫৮ কোটি টাকা। অপরদিকে সেই ম্যাচ হেরে চতুর্থ হওয়া কানাডা পাবে ৪৭ কোটি টাকা।

উল্লেখ্য, শেষচার দল ছাড়াও আসরে অংশগ্রহণকারী অন্য দলগুলোর জন্যও রয়েছে প্রাইজমানি। অংশ নেয়া প্রতিটা দল পাবে ২৩ কোটি টাকা। ২০৩০ সালের কোপা আমেরিকার আয়োজক দেশের নাম এখনও জানায়নি কনমেবল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply