উরুগুয়েকে টপকে, স্পেনের রেকর্ডে ভাগ বসালো ‘চ্যাম্পিয়ন আর্জেন্টিনা’

|

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ষোলোবারের মতো লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা জিতল আর্জেন্টিনা। এ জয়ে তারা উরুগুয়েকে টপকে কোপার ইতিহাসে সবচেয়ে সফল দলের তকমা নিজেদের করে নিলো। অপরদিকে স্পেনের টানা তিন মেজর ট্রফি জয়ের রেকর্ডেও ভাগ বসালো মেসি-ডি মারিয়ারা।

২০২১ সালে দীর্ঘ ২৮ বছর পর কোপার শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। গত ৩ বছর উরুগুয়ের সাথে যৌথভাবে তারা কোপার সর্বোচ্চ চ্যাম্পিয়ন তকমা ভাগাভাগি করে আসছিলো। উরুগুয়ে ১৫ বার কোপা আমেরিকা জয় করেছে।

ষোলোবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় এখন থেকে এককভাবে কোপার শীর্ষে অবস্থান করবে আলবিসেলেস্তেরা। তাই আর্জেন্টিনাকে এখন কনমেবল বা কোপার নতুন রাজা বলাই যায়।

অপরদিকে স্পেন একমাত্র দল ছিলো যারা টানা তিনটি মেজর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতেছিলো। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরো টানা জিতেছিল স্প্যানিশরা। এবার সেই রেকর্ডে ভাগ বসালো আলবিসেলেস্তেরা। ২০২১ কোপা, ২০২২ বিশ্বকাপ, ২০২৪ কোপা। দুই দলই টানা মহাদেশীয় ট্রফির পাশাপাশি মাঝখানে ফিফা বিশ্বকাপ জিতেছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply