রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

|

কোটা আন্দোলনকারীদের নিয়ে ‘অপমানজনক’ বক্তব্য প্রত্যাহার ও একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৫ জুলাই) বেলা ১২টায় রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় এ কর্মসূচি। ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

দুপুর ১২টার পর প্রথম মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে আসে। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। পরে মিছিল নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এরপর দলে দলে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন।

রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে কোটা আন্দোলনকারীরা। এর প্রতিবাদে রাতেই তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করে।

একইসঙ্গে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতেও আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply