ট্রাম্পের ওপর হামলার পরিবেশ তৈরির পেছনে রয়েছে বাইডেন প্রশাসন: রাশিয়া

|

পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার ঘটনায় মার্কিন প্রশাসনকে সরাসরি দায়ী না করলেও, হামলার এমন পরিবেশ তৈরির পেছনে বাইডেন প্রশাসনের হাত রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়া। রোববার (১৪ জুলাই) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা বিশ্বাস করি না ট্রাম্পের হত্যাচেষ্টা বর্তমান প্রশাসনের দ্বারা সংগঠিত হয়েছে। তবে আমেরিকার সাম্প্রতিক কার্যকলাপ ট্রাম্পের চারপাশের পরিবেশকে উসকে দিয়েছে।’ 

ট্রাম্পকে গুলি করার পরিবেশ কীভাবে তৈরি করা হয়েছে, সেই ব্যাখাও দিয়েছেন পেসকভ। তিনি বলেছেন, ‘প্রথমে আইনকে হাতিয়ার করে ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার অসংখ্য চেষ্টার পর, আদালতে তাকে রাজনৈতিকভাবে অসম্মান ও আপসের চেষ্টা- সব ঘটনাই পূর্ব পরিকল্পনার দিকে ইঙ্গিত করে।’

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply