মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে রাজাকার দাবি করতে লজ্জা পেতো: কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী

|

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয়ার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে তারা নিজেদের রাজাকার দাবি করতে লজ্জা পেতো। সোমবার (১৫ জুলাই) সকালে মন্ত্রিপরিষদের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, সরকারের বদনাম হবে কিনা তা দেখার দরকার নেই, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে সমস্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সিনিয়র সচিবরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের ইশতেহার মেনেই উন্নয়ন কার্যক্রম চলছে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোলে অবশ্যই উন্নতি করা সম্ভব।

কৃচ্ছ্রতা সাধনের পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, কর্মক্ষেত্রে যে অর্থ ব্যয় হয় তার স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, দুর্নীতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন সরকারপ্রধান।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply