যুক্তরাষ্ট্রে, বেশিরভাগ রাজ্যে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। প্রাথমিক ফলে, দ্বি-কক্ষ বিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ- সিনেটে রিপাবলিকান আধিপত্য বজায় আছে। আর নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পথে বিরোধী ডেমোক্র্যাটরা।
এখন পর্যন্ত সিনেটের ২৭টি এবং প্রতিনিধি পরিষদের ৩শ’র বেশি আসনে ফল ঘোষণা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর একে একে ভোটগ্রহণ শেষ হয় জর্জিয়া, ওহাইও, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, ইন্ডিয়ানা আর কেন্টাকির কেন্দ্রগুলোতে। সময়ের তারতম্যের কারণে টাইম জোন অনুসারে ক্যালিফোর্নিয়াসহ বেশ কিছু রাজ্যে ভোটগ্রহণ শেষ হবে অনেকটা পরে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম নারী কংগ্রেস-সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। প্রাথমিক হিসেবে-নিকেশ বলছে, কংগ্রেসে এবার প্রথম দেখা যেতে পারে বেশ ক’জন কৃষ্ণাঙ্গ প্রতিনিধিকেও। ১০০ সদস্যবিশিষ্ট সিনেটের ৩৫ আসনে এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সব ক’টিতে ভোট হয় মঙ্গলবার। ৩৬ রাজ্যের গর্ভনরও নির্বাচিত হবেন এবার।
Leave a reply