শিক্ষার্থীদের স্লোগান অর্ধেক বলা হচ্ছে: আমীর খসরু

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান অর্ধেক বলা হচ্ছে; দেশটা কোনো গোষ্ঠীর হতে পারে না, দেশ সবার। মেধাভিত্তিক দেশ গড়তে জাতীয় ঐক্য দরকার। অনির্বাচিত সরকারের পক্ষে তা সমাধান করা সম্ভব নয়।

সোমবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে দলের লিয়াঁজো কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এ নেতা বলেন, মানুষ ন্যায়সম্মত সমাধান চায়। লাঠিপেটা করে এর সমাধান হবে না। এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেয়া হয়। নতুন প্রজন্মের কাছে তা এখন স্পষ্ট। সেজন্য শিক্ষার্থীরা অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিবাদ একটি গোষ্ঠীর বিরুদ্ধে। দেশের বিরুদ্ধে নয়, তারা সফলভাবে আন্দোলন করছে। আন্দলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দাও জানান বিএনপির এ নেতা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply