জঙ্গিগোষ্ঠী আল শাবাবের গাড়ি বোমা হামলায় সোমালিয়ায় প্রাণ গেছে কমপক্ষে ৯ জনের। দেশটির প্রেসিডেন্ট ভবনের কাছেই হয় এ হামলা। খবর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
রাজধানী মোগাদিসুর একটি রেস্তোরাঁ লক্ষ্য করে ওই হামলা চালায় জঙ্গিরা। রোববারের (১৪ জুলাই) এ হামলায় আহত হয়েছেন ২০ জন।
কর্তৃপক্ষ জানায়, ইউরো ফাইনালকে কেন্দ্র করে রেস্তোরাঁ ও এর আশেপাশে জড়ো হয়েছিলো অনেক মানুষ। এসময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সেখানে হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণের ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয় রেস্তোরাঁটির একটি অংশ। ক্ষয়ক্ষতি হয় আশেপাশের বিভিন্ন স্থাপনাও। হামলায় ক্ষতিগ্রস্থ হয় অন্তত ১০টি গাড়ি।
প্রেসিডেন্ট ভবন কাছে হওয়ায় এলাকাটিতে আগে থেকেই কড়া নিরাপত্তা নেয়া ছিল। তারপরও কীভাবে এই হামলা হলো, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
/এএম
Leave a reply