কোটা আন্দোলনকারীদের সাথে রাজপথে থাকার ঘোষণা ছাত্রদলের

|

কোটা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে, আজ থেকে রাজপথে থাকবে ছাত্রদল। সাংগঠনিকভাবে কোনো তৎপরতা থাকবে না, তবে শিক্ষার্থীদের পাশে থাকবে- এমনটা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নয়াপল্টনে হয় ছাত্রদলের সংবাদ সম্মেলন। সেখানেই তিনি এসব কথা বলেন। এ সময়, আগামীকাল দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-মিছিল করবে ছাত্রদল- দেন সেই ষোষণা।

ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রলীগ সরকারের লাঠিয়াল হিসেবে কাজ করছে। তারা আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।

এ সময় ছাত্রদলের সভাপতি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা করেছে ছাত্রলীগ। ছাত্রীদের ওপর যেভাবে হামলা হয়েছে তা ন্যাক্কারজনক।

সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে টর্চার সেল বানিয়েছে ছাত্রলীগ। প্রশাসন সহায়তা করছে। অস্ত্রের মহড়া দিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply