আন্দোলনে হামলা: এখনও হাসপাতালে কাতরাচ্ছে আহত শিক্ষার্থীরা

|

এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন সোমবারের সংঘর্ষে আহত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ জন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন।

চিকিৎসাধীন এই ৪ জনের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর। সোমবারের সংঘর্ষে তাদের মাথায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন ওয়ার্ডে এখনও ৯ জন ভর্তি আছেন। তুলনামূলক গুরুতর শিক্ষার্থীদের আজই ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছন এক চিকিৎসক।

এর আগে, কোটা আন্দোলনে বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোমবার বিকেলে সংঘর্ষে জড়ান ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। এতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply