সিনিয়র করেসপনডেন্ট, রংপুর:
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রংপুরে রাজপথে নেমে আসা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার (১৬ জুলাই) বেলা পৌনে একটার দিকে রংপুর ডিসি মোড় থেকে জিলা স্কুল, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সরকারি কলেজ, পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে জাহাজ কোম্পানি মোড়ের দিকে যাওয়ার সময় ক্যাপ্টেন ব্যাকোলোজি মোড়ে তাদের বাধা দেয় পুলিশ।
এ সময় পুলিশের সাথে ব্যাপক বিতণ্ডায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশের বাধা ডিঙিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে। কয়েকজন পুলিশকে দেখা গেছে, শিক্ষার্থীদের গলা চেপে ধরতে। তারপরও মিছিলকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনের দিকে রওনা হয়।
এরপর তারা পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, জীবন বীমা মোড়, শাপলা চত্বর, চারতলা মোড়, মেয়রের মোড় হয়ে লালবাগে যান। তারা রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নেয়ার কথা রয়েছে।
এদিকে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করছে। পুলিশও সতর্ক অবস্থায় রয়েছে।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানিয়েছেন, তারা সতর্ক অবস্থায় আছেন। নিরাপত্তার কারণে তাদের বাধা দেয়া হয়েছিল। কিন্তু তারা বাধা ডিঙিয়ে এগিয়ে গেছে।
/এনকে/এমএন
Leave a reply