দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল

|

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। গত এক সপ্তাহে দফায় দফায় পুড়ছে রাজ্যটির বিভিন্ন অঞ্চল। রোববার (১৪ জুলাই) রাতে অঞ্চলটির কার্ণ কাউন্টির লস্ট হিল এলাকায় দাবানল ভয়াবহ রূপ নেয়।

ইতোমধ্যেই পুড়ে ছাই অন্তত ২ হাজার ৮০০ একর বনভূমি। অপরদিকে, একই অঞ্চলের টুইন লেক এলাকায় দাবানলে প্রায় ৫ হাজার একর বনভূমি পুড়ে গেছে। যুক্তরাষ্ট্রে পশ্চিমাঞ্চলে চলমান দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে।

এদিকে, শীঘ্রই তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। আর তাই উপদ্রুত এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply