লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) এমনটা জানিয়েছে টাইমস অব ইসরায়েলসহ একাধিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমটি জানায়, সোমবার এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত দুই ইসরায়েলি সেনা সদস্য। অবশ্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কোনো আহতের খবর পায়নি তারা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে চালানো হয় ওই হামলা। অন্তত ২০টি রকেট ছোড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব রকেট ধ্বংস করে দেয়া হয় বলে জানিয়েছে আইডিএফ।
উল্লেখ্য, ৮ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ গেরিলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রতিনিয়ত চালানো হচ্ছে এসব রকেট হামলা।
/এএম
Leave a reply