ভারতের সাবেক শিক্ষামন্ত্রীর মরদেহ ভেসে উঠলো বাংলাদেশে

|

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামে তিস্তা নদীর চর থেকে ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী রামচন্দ্র পৌডিয়ালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার) তার পরিচয় শনাক্ত হওয়ার পর রাতেই বুড়িমারী স্থলবন্দর দিয়ে মরদেহ দেশটির কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আদিতমারী থানার ওসি মাহামুদুন নবী জানান, গতকাল তিস্তার চর থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার হয়। নদীতে পানি কমে এটি বালুতে আটকে ছিল। পরে পরিচয় জানার জন্য দেশের বিভিন্ন প্রান্তসহ ভারতের সাথেও যোগাযোগ হয়।

তিনি আরও বলেন, পরে আজ তার হাতে থাকা ঘড়ি ও শরীরের গঠন দেখে ভারতীয় কতৃপক্ষ নিশ্চিত করে যে, সেটি রামচন্দ্র পৌডিয়ালের। সিকিমে ভারী বর্ষণ ও তিস্তার প্রচন্ড ঢলের পানির সাথে তার মরদেহ ভেসে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply