গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

|

ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ও শিক্ষার্থীদের ওপর হামলা-হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহর ছাড়াও উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌর পার্ক থেকে পতাকা ও লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে গাইবান্ধা সরকারী ছাড়াও জেলা শহরের বিভিন্ন স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী অংশ নেয়। মিছিলটি ডিবি রোড হয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামন থেকে ফিরে আবারও পৌর পার্কে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের নেতারা।

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে সাদুল্লাপুর উপজেলা শহরে। সকাল সাড়ে ১০টার দিকে সরকারী ডিগ্রী কলেজ এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি বাজার ঘুরে চৌমাথা মোড়ে বাঁধা দেয় পুলিশ। কিন্তু পুলিশী বাঁধা উপক্ষো করে মিছিলটি উপজেলা পরিষদ ঘুরে চৌমাথা মোড়ে এসে শেষ হয়। এরপর চৌমাথা মোড়ের সড়কে বসে পড়ে বিক্ষোভ-সমাবেশ করেন শিক্ষার্থীরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply