রাশিয়ায় সামরিক সরঞ্জাম তৈরির কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার (১৬ জুলাই) এই হামলা চালানো হয়। খবর আল জাজিরার।
এর মধ্যে কুরস্কের একটি কারখানায় চালানো হয় ড্রোন হামলা। বিস্ফোরণে আগুন লেগে যায় বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির ঐ কারখানাটিতে। রাতভর চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এছাড়াও, বেলগোরোদে ইউক্রেনের গোলাবর্ষণে আহত হয়েছেন চার রুশ নাগরিক।
একইদিন অন্যান্য অঞ্চলে ড্রোন হামলায় আহত হন দুজন। হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া। তবে কিয়েভের ১৩টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো।
/এএম
Leave a reply