কোটা আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয়: মির্জা ফখরুল

|

কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন রয়েছে তবে এর সাথে বিএনপির কোনো ধরণের সম্পৃক্ততা নেই —এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যুক্তিসঙ্গত। এই আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন অব্যাহত থাকবে।

বুধবার (১৭ জুলাই) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, স্বদিচ্ছা থাকলেই আলোচনার ভিত্তিতে এই সংকটের সমাধান করা যেত। কিন্তু সরকার তা না করে ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে।

আরও পড়ুন:-নিহতদের গায়েবানা জানাজা বিএনপি ও সমমনা দলের

এর আগে, কোটা আন্দোলনে নিহতদের স্মরণে পূর্বঘোষিত গায়েবানা জানাজাকে ঘিরে বায়তুল মোকাররম উত্তরগেটে পুলিশের সাথে দলটির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগ, গায়েবানা জানাজার আগে ও পরে অনেক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply