গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, আন্দোলনের মধ্যেই আছি, কাল রাজশাহী অভিমুখে রোডমার্চ করা হবে। সংলাপ শেষে বেইলী রোডের ড. কামাল হোসেনে বাসায় সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, কাল যদি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে তাহলে কমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচী পালন করা হবে। আমরা এখনও বিশ্বাস করি আলোচনার মাধ্যেমে সমস্যা সমাধান হবে। কিন্তু সরকার সংলাপের মাধ্যেমে নিরসনে না পৌঁছতে পারে তার দায় দায়িত্ব সরকারের ওপর বর্তাবে।
এসময় মান্না বলেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন এখন আর কোন গ্রেফতার হবে না। আর কোন মামলা হবে না।
মির্জা ফখরুল বলেন, আমরা জনগণের দাবি নিয়ে সংলাপে যাচ্ছি যদি সরকার না মানে তাহলে আমরা আন্দোলনের মাধ্যেমে তা আদায় করবো।
সংলাপে সন্তুষ্ট কিনা এরকম প্রশ্নে মির্জা ফখরুল বলেন, এখন সন্তুষ্ট অসন্তুষ্ট নিয়ে বলতে চাচ্ছি না। জনগণের কাছে যাচ্ছি। জনগণকে নিয়েই সন্তুষ্ট আদায় করবো। জনগণের সাথে সরকারের কোন সম্পর্ক নেই।
Leave a reply