‘সংঘাত চাই না’ লিখে নাজমুল হোসেন শান্তর স্ট্যাটাস

|

শিক্ষাঙ্গনে সংঘাত চাই না উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। বুধবার (১৭ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি এ কথা লেখেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, শিক্ষাঙ্গনে চাই না সংঘাত আর যেন না হয় রক্তপাত। কোনও মৃত্যুই কাম্য নয়, যে কোন উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি।

তিনি লেখেন, আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।

এর আগে, কোটা আন্দোলন নিয়ে মুখ খোলেন তাসকিন ও তামিম ইকবাল। পোস্টে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেন তাসকিন আহমেদ। এছাড়া তামিম ইকবাল লেখেন, কোনো র’ক্ত’পা’ত, কোনো মৃ’ত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সং’ঘা’ত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply