চীনের সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি ১৪ তলা শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনায় ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার পর ভোররাত ৩টায় উদ্ধার কাজ শেষ হয়। খবর, বিবিসির।
ভবনে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভেতরে আটকা পড়েন সেখানে অবস্থানরতরা। নিহতের বেশিরভাগই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংস্কার কাজ চলার সময় সেখান থেকেই আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়। কয়েক ঘন্টা প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।
প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে ভবনটিতে নির্মাণ কাজ শুরু হয়েছিল। চীনের রাষ্ট্রীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত ফুটেজে ১৪ তলা ভবনের ওপরে ঘন কালো ধোঁয়া দেখা গেছে।
উল্লেখ্য, সিচুয়ান প্রদেশের জিগং শহরটি রাজধানী বেইজিং থেকে এক হাজার ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটিতে প্রায় ২৫ লাখ লোকের বসবাস।
/এমএইচআর
Leave a reply