রাজধানীর মেরুল বাড্ডায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

|

রাজধানীর রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা এলাকা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার পর থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ সংঘর্ষ শুরু হয়।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে প্রগতি স্মরণীর রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে বেসরকারি ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১১টার আগেই শিক্ষার্থীরা জড়ো হতে থাকে রাস্তায়। এ সময় তারা কোটা সংস্কারের স্লোগান দেয়। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন শিক্ষার্থীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আন্দোলন ও ধাওয়া পাল্টা-ধাওয়া চলছে। বাড্ডা ও প্রগতি স্মরনীতে যান চলাচল বন্ধ রয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply