ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল, সংস্কার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে একত্রিত হয় বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা।

পরে তারা মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় কিছুক্ষণ অবস্থান নিয়ে কোটা বিরোধী শ্লোগান দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। এরপর আন্দোলনকারীরা আবারো খন্ড খন্ড মিছিল নিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে ও পুরাতান বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

উল্লেখ্য, বিশৃঙ্খলা ঠেকাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply