গুলি আর আলোচনা একইসঙ্গে চলতে পারে না: হাসনাত আবদুল্লাহ

|

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসার বিষয়ে সরকারের ইতিবাচক বার্তার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গুলি আর আলোচনা একইসঙ্গে চলতে পারে না। তাই সরকারে সাথে কোনো সংলাপে যাবেন না তারা বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সংসদ ভবন এলাকায় ব্রিফিংয়ে আইনমন্ত্রী জানান, কোটা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানাই। তাদের সঙ্গে আলোচনা করতে আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যখনই বসতে চান, তখনই বসা হবে।

এরপরই কোটাবিরোধী আন্দোলনের নেতা হাসনাত আব্দু্ল্লাহ বলেন, গুলি আর আলোচনা একইসঙ্গে চলতে পারে না।

এদিকে ব্রিফিংয়ে কোটার বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক জানান, কোটা নিয়ে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনতে আমাকে বলেছেন প্রধানমন্ত্রী। এজন্য আগামী রোববার আদালতে আবেদন করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলন চলাকালে বিভিন্ন জায়গায় সংঘর্ষে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

অপরদিকে, বৃহস্পতিবারও (১৮ জুলাই) দেশের বিভিন্ন জেলায় একাধিক নিহতের খবর পাওয়া গেছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply