সহিংসতায় স্বাস্থ্য বিভাগে ক্ষয়ক্ষতি ৩০ কোটি টাকার বেশি

|

সাম্প্রতিক সহিংসতায় স্বাস্থ্য বিভাগে ৩০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। যারা জীবন বাজি রেখে মানুষের চিকিৎসা দিয়েছে, সেসব চিকিৎসক ও নার্সদের ওপর যারা হামলা করেছে, তাদের বিচার দাবি করেছেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনে সহিসংতার ঘটনায় আহতদের দেখতে মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শ করেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথমে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। সেখানে ভর্তি চট্টগ্রামে আহত ছাত্রলীগের নেতাকর্মীদের খোঁজখবর নেন তিনি। পরে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান।

সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া সাধারণ মানুষের চিকিৎসার সবশেষ অবস্থাও ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। পরে ঢামেক হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকদের সাথে বৈঠক করেন তিনি।

ডা. সামন্ত লাল সেন জানান, ১৫ থেকে ২২ জুলাই মোট ১ হাজার ৭১ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এখন সেখানে ভর্তি আছেন ২৭৮ জন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply