অনেকটাই স্বাভাবিক রাজধানীর কারওয়ান বাজার

|

কারফিউয়ের মধ্যেই অনেকটাই স্বাভাবিক রাজধানীর কারওয়ান বাজার। সবজি সরবরাহ গত কয়েকদিন কম থাকলেও তা আবারও বাড়তে শুরু করেছে। এতে কমতে শুরু করেছে সবজির দাম। তবে ক্রেতা সেই তুলনায় কম। মাছের আড়তেও দেখা গেছে একই চিত্র। তবে পরিস্থিতি আরেকটু স্বস্তিদায়ক হলে ক্রেতার সাথে বাড়বে পণ্য সরবরাহ। এতে দামেও ফিরবে ভারসাম্য।

কারফিউর চতুর্থ রাতে কারওয়ান বাজার মাছের আড়তে কিছুটা হলেও ফিরে আসে কর্মচাঞ্চল্য। বর্তমান পরিস্থিতিতে আগের মত আসতে পারছে না মাছের গাড়ি, স্বভাবতই সরবরাহ কম। তবে গত কয়েকদিনের চেয়ে মঙ্গলবার রাতে সরবরাহ ছিল বেশি। ক্রেতা কম থাকায় দাম তুলনামূলক কম।

মাছের আড়তে ঢিমেতাল থাকলেও সবজির বাজার জমজমাট। ফিরে এসেছে সেখানকার চিরচেনা রূপ।

আলম হোসেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের অ্যাসিসটেন্ট কুক। তিনি হাসপাতালের ক্যান্টিনের জন্য বাজার করতে এসেছেন। জানালেন, সবজির দাম গত কয়েকদিনের তুলনায় কম।

তবে সবজির পাইকারি ও খুচরা বাজারের তারতম্য নিয়ে আফসোস আছে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply