Site icon Jamuna Television

কারফিউয়ে ফুটপাতের হকারদের কথা ভাবেনি কেউ

কারফিউয়ের মধ্যে ফুটপাতে দোকান বন্ধ থাকায় বিপাকে হকাররা। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এসব মানুষের এখন দিন চালানোই দায়। মানবেতর জীবন-যাপন করছেন অনেকেই। তাদের দাবি- এভাবে চলতে থাকলে পথে বসতে হবে।

সহিংস আন্দোলন থেকে সাধারণ মানুষের জান মাল রক্ষায় শুক্রবার রাতে কারফিউ জারি করে সরকার। পরের দিন ঘোষণা করা হয় সাধারণ ছুটি। ফলে একেবারেই সীমিত হয়ে পড়ে সাধারণ মানুষের চলাচল। বন্ধ হয়ে যায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে ফুটপাথে ব্যবসা করা হকাররা। তারা বলছেন, এই দোকান ছাড়া তাদের বিকল্প আয় নেই। এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় তাদের সংসার চালানো কষ্ট কর হয়ে পড়েছে।

অনেকের বাড়তি চিন্তা, এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধের বিষয় নিয়েও।

হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাশেম কবির বলেন, বায়তুল মোকাররম এবং গুলিস্তান এলাকায় কয়েক হাজার হকার্স ব্যবসা করে। কারফিউতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় কষ্টে আছে সবাই।

ফুটপাথের এসব ব্যবসায়ীদের এখন একটাই চাওয়া দ্রুতই শান্তি ফিরে আসুক দেশে।

/এটিএম

Exit mobile version