সময়মতো মিলছে না কেমোথেরাপি, ভোগান্তিতে ক্যান্সার হাসপাতালের রোগীরা

|

মহাখালী ক্যান্সার হাসপাতালে সেবা পেতে বিপাকে পড়ছেন রোগীরা। ক্যান্সার চিকিৎসার জন্য সরকারিভাবে বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসা পেতে ভিড় জমাচ্ছেন আক্রান্ত রোগীরা। কারফিউ ও সাধারণ ছুটির কারণে ভর্তি রোগীদের বাইরে যারা কেমোথেরাপি পেতেন; তা বন্ধ ছিলো রবি ও সোমবার।

মঙ্গলবার (২৩ জুলাই) থেকে আবারও শুরু হয়েছে রোগীদের সেবা কার্যক্রম। তবে পেছানো হয়েছে মঙ্গলবার কেমোর জন্য নির্ধারিত রোগীদের সময়। চিকিৎসক কম থাকায়; আউটডোর আর ভর্তি রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জরুরি বিভাগেও মিলছে না চাহিদামতো সেবা।

কর্তৃপক্ষ বলছে, দু’দিন ডে কেয়ার কেমোথেরাপি সেবা বন্ধ ছিল। সেই রোগীদের জন্য পেছানো হয়েছে পরের দিনের সূচি। তবে সীমিত আকারে চালু আছে ল্যাব।

এ বিষয়ে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সস্টিটিউট ও হাসপাতালের উপ পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম জানান, সাধারণ ছুটিতে আউটডোর এবং ডে কেয়ার বন্ধ ছিলো। আজ থেকে সকল বিভাগ চালু রয়েছে। পুরাতন রোগীদের আগে কেমোথেরাপি দেয়া হচ্ছে। বাকিদের তারিখ জানিয়ে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply