নেপালে বিমান দুর্ঘটনা, নিহত ৫

|

নেপালের বড় একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুলাই) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পোখারাগামী বিমানটিতে ক্রু সদস্যসহ মোট ১৯জন আরোহী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিমানের পাইলট মনীশ শঙ্ক্যকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মাথায় আঘাতের জন্য চিকিৎসা চলছে।

বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে ছুঁটে যায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যদিও এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ।

সুইডিশ ইন্টারনেট-ভিত্তিক বিমান পরিষেবা প্রতিষ্ঠান ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুযায়ী, নেপালে সৌর্য এয়ারলাইন্সের দুটি বোম্বারডিয়ার ‘সিআরজে-২০০’ আঞ্চলিক জেট দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। বিমানগুলোর বয়স প্রায় ২০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বহু বছর পুরনো বিমান হওয়ার কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির কারণেই আগুন লেগে যায় বিমানের ইঞ্জিনে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply