অভিষেক ওয়ানডেতে ৭ উইকেট, বিশ্বরেকর্ড গড়লেন স্কটিশ পেসার ক্যাসেল

|

ওয়ানডে অভিষেকে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে পেছনে ফেলে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন স্কটল্যান্ডের পেসার চার্লি ক্যাসেল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচে গত সোমবার এমন বিধ্বংসী বোলিং করেন ক্যাসেল। ডান্ডিতে ওমানের বিপক্ষে স্রেফ ৫.৪ ওভার বোলিং করেই তিনি ৭ উইকেট শিকার করেন ২১ রানে।

ওয়ানডে ক্রিকেটের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বোলার অভিষেকে ৭ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন।

ওমানের বিপক্ষে ২১ রানে ৭ উইকেট নিয়ে নিজের নামের পাশে রেকর্ড গড়লেন এই বোলার। ২০১৫ সালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা। তিনি ছাড়াও অভিষেকে ৬ উইকেট নেয়ার কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের ফিডেল এডওয়ার্ডসের। ওয়ানডে অভিষেকে ৫ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে সব মিলিয়ে ১৫ জনের। সবমিলে ক্যাসেলের বোলিং ওয়ানডে ইতিহাসের সপ্তম সেরা। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চামিন্ডা ভাসের ১৯ রানে ৮ উইকেট এখনো সবার ওপরে। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শহিদ আফ্রিদির ১২ রানে ৭ উইকেট রয়েছে তালিকার দুইয়ে।

উল্লেখ্য, ৭ উইকেট নিয়ে অনন্য নজির গড়া ক্যাসেলের এটি অভিষেক ওয়ানডে ও অভিষেক আন্তর্জাতিক ম্যাচ তো বটেই, স্বীকৃত ক্রিকেটেই তার প্রথম ম্যাচ ছিল এটি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply