নেপালে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন। বুধবার (২৪ জুলাই) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় সুরিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। খবর, বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পোখারাগামী বিমানটিতে ক্রু সদস্যসহ মোট ১৯ জন আরোহী ছিলেন। একমাত্র বেঁচে আছেন পাইলট।
সুরিয়া এয়ারলাইন্সের বিমানটি টেক-অফের সময় হঠাৎ করেই মাটিতে আছড়ে পড়ে। ছিটকে যায় রানওয়ে থেকে। বিধ্বস্ত হয়ে বিমানটিতে আগুন লাগলে, দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চালানো হয় উদ্ধার অভিযান। সুরিয়া এয়ারলাইন্স মূলত নেপালের অভ্যন্তরীন সেক্টরে বিমান পরিষেবা দিয়ে থাকে।
উল্লেখ্য, দুর্বল বিমান নিরাপত্তা রেকর্ডের জন্য বারবার সমালোচিত হয়েছে নেপাল। দেশটিতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল ১৯৯২ সালে। তখন একটি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস এয়ারবাস কাঠমান্ডুর কাছে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। এতে নিহত হন ১৬৭ জন যাত্রী।
/এমএইচআর
Leave a reply