ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাগরিকার হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার (২৪ জুলাই) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের ১৩তম মিনিটেই নিজেদের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভুটানের অধিনায়ক পেমার নিখুঁত শটে রুপনার পাশ দিয়ে জাল খুঁজে নেয় বল। পিছিয়ে পড়ার ধাক্কা বিরতির আগে সামলে নিতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল করতে থাকে তারা। ৪৮তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে দলে সমতার স্বস্তি ফেরানোর পাশাপাশি গোলের খাতা খোলেন সাগরিকা। এরপরের গল্পটা শুধুই বাঘিনীদের।
সতীর্থের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। ৫৫তম মিনিটে ভুটানের ডিফেন্ডারদের প্রতিরোধ ভেঙে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ঋতুপর্না চাকমা। ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ।
শেষ দিকে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। দারুণ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
/এমএইচআর
Leave a reply