সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করেনি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২৪ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের মিশন প্রধান ও প্রতিনিধিদের নিয়ে নাশকতায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি মিশনগুলোতে গুজব ছড়ানো হচ্ছে। লস এঞ্জেলসের মিশনের সামনেও বিক্ষোভ করা হয়েছে। এই বিক্ষোভের আয়োজনকারীদের মধ্যে অনেকেই পাকিস্তানি। তাছাড়া, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও আন্দোলন হয়েছে। এতে আন্দলোনকারীদের শাস্তিও পেতে হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশি কূটনীতিকরা ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করে বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। এ সময় তারা আমাদের পাশে রয়েছেন বলেও জানান।
ড. হাছান মাহমুদ বলেন, প্রতিটি নাশকতার ভিডিও ফুটেজ সরকারের কাছে রয়েছে। এ সময় নাশকতাকারীদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, এর আগে, ভারত-চীনসহ ৪৯টি দেশের মিশন প্রতিনিধিদের নিয়ে নাশকতায় ক্ষতিগ্রস্ত ঢাকার বিভিন্ন স্থান পরিদর্শনে যান পররাষ্ট্রমন্ত্রী। এদের মধ্যে বিভিন্ন দেশের ২৩ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনার ছিলেন।
/আরএইচ
Leave a reply