টাইফুনের তাণ্ডবে ফিলিপাইনে নিহত ১২

|

সুপার টাইফুন গেইমির তাণ্ডবে ফিলিপাইনে অন্তত ১২ জনের প্রাণ গেছে। গতকাল বুধবার (২৪ জুলাই) দেশটির রাজধানী ম্যানিলা ও আশপাশের বেশ কয়েকটি শহরে আঘাত হানে শক্তিশালী টাইফুন।

ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় তলিয়ে যায় ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। পানিবন্দী হয়ে পড়ে ৪ শহরের কয়েক লাখ মানুষ।

তাদের উদ্ধার এবং জরুরি সহায়তা ও খাদ্য সরবরাহে কাজ শুরু করেছে প্রশাসন। ইতোমধ্যে বাতিল করা হয়েছে সব ফ্লাইট।

ফিলিপাইন ছাড়াও জাপান, চীন ও ভিয়েতনামের উপকূলীয় এলাকাগুলোতেও আঘাত হানে টাইফুন গেইমি। চীনের গুয়াংশু প্রদেশে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের তাণ্ডবে সেখানেও ভেঙে পড়েছে বেশ কিছু স্থাপনা ও সেতু।

জানা গেছে, আঘাত হানার সময়ে ঝড়টির গতিবেগ ছিলো প্রায় আড়াইশ’ কিলোমিটার।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply