দুবছর আগে বিতর্কিত লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাত করা সেই ব্যক্তির সঙ্গে যোগসূত্র পাওয়া গেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র। বুধবার (২৪ জুলাই) এ তথ্য জানায় গ্র্যান্ড জুড়ি বিভাগ। খবর বিবিসির।
ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক রুশদিকে হামলার পরই আটক করা হয় আততায়ীকে। পরিচয় প্রকাশ করে পুলিশ জানায়– ২৬ বছর বয়সী হাদি মাতার নিউজার্সির বাসিন্দা। রুশদির ওপর হামলাসহ জঙ্গিবাদের অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে হাদি মাতারের নামে।
সম্প্রতি জানা যায়, বহুদিন ধরে হিজবুল্লাহকে সহায়তা করেছে সে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, লেবাননে তার আদি নিবাস ছিল। তবে সব অভিযোগ অস্বীকার করেছে হাদি মাতারের আইনজীবী।
/এএম
Leave a reply