ভাঙচুর-লুটপাটের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

|

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন– অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন।

মন্ত্রী আরও বলেন, নাশকতাকারী সকলকেই চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

এর আগে, রংপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বেলা বারোটায় শিওবাজার এলাকায় বিজিবি সদর দফতরে হেলিকপ্টারে করে পৌঁছান তারা।

সার্কিট হাউজে গার্ড অব অনারের পর দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত তাজহাট থানা, ডিবি কার্যালয়, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, আওয়ামী লীগ কার্যালয় ও পরিবার পরিকল্পনা অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। বিকেলে নাশকতায় ক্ষতিগ্রস্ত বগুড়ার বিভিন্ন স্থাপনা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাদের।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply