ছাত্র-শিক্ষকদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, সবগুলো শিক্ষাবোর্ডের সাথে আলোচনা করে স্থগিত পরীক্ষাগুলোর রুটিন পুনর্বিন্যাস করা হবে। অভিভাবক ও শিক্ষার্থীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি।
এর আগে, মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আহতদের সাথে কথা বলেন মন্ত্রী। খোঁজ নেন তাদের চিকিৎসার। পরে সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে জঙ্গিবাদে উদ্বুদ্ধ একটি কট্টর গ্রুপ ঢুকে গিয়ে এমন নাশকতা চালিয়েছে।
/এনকে
Leave a reply