গাজার দক্ষিণাঞ্চলীয় শহর থেকে পাঁচ ইসরায়েলির মরদেহ উদ্ধার

|

ছবি: টাইমস অব ইসরায়েল

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে পাঁচ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী (আইডিএফ)। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৫ জুলাই) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন প্রকাশ করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন নিহতদের মধ্যে তিনজনই আইডিএফ সদস্য ছিলেন। তবে তারা আলাদা আলাদা বিগ্রেডে কর্মরত ছিলেন তারা।

প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ৭ অক্টোবর তাদেরকে হত্যা করা হয়। বুধবার তাদের মরদেহ খান ইউনিসের একটি টানেল থেকে উদ্ধার করে আইডিএফ। তিন সেনাসদস্যকে আগেই দেশটির প্রতিরক্ষা বাহিনী মৃত বলে ঘোষণা করেছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তাদের হামলায় নিহত হন অন্তত এক হাজার ২০০ ইসরায়েলি। পাশাপাশি ২৪০ ইসরায়েলিকে জিম্মি হিসেবে আটক করে হামাস যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে ১২০ জন এখনও হামাসের হাতে বন্দি রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply