‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ হিসেবে পরিচিত বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক। এবারের আয়োজক ফ্রান্স। উদ্বোধনী অনুষ্ঠানতি হবে দেশটির বিখ্যাত সিন নদীতে। উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সাজানো হয়েছে সিন নদীর দুই পাড়, চলছে নিরাপত্তা মহড়াও। শুক্রবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ১শ’ বছরের মধ্যে এবারই প্রথম ফ্রান্সের রাজধানী প্যারিসে গ্রীষ্মকালীন গেমসের আয়োজন করেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে এগারটায় সিন নদীতে শুরু হবে প্যারিস অলিম্পিকের এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
ইতোমধ্যেই শুরু হয়ে গেছে গেমসের ফুটবল ও রাগবি। এছাড়া অন্য আরও কিছু খেলার প্রাথমিক পর্বও শেষ হয়ে গেছে। তবে এবারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান জাকজমোকপূর্ণ করার লক্ষ্যে স্টেডিয়ামের জায়গায় বেছে নেওয়া হয়েছে সিন নদীকে। অলিম্পিক ইতিহাসে এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে। চার ঘণ্টার মধ্যেই শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন।
/এআই
Leave a reply