বিভিন্ন দেশের গোপন পারমাণবিক তথ্য হ্যাক করার চেষ্টা করছে উত্তর কোরিয়া। এ অভিযোগ তুলেছে- যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দেশগুলোর অভিযোগ, বিশ্বের সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে সামরিক ও পারমাণবিক গোপন তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া।
দেশটির হ্যাকার গ্রুপ অ্যান্ডারিয়েল ও অনিক্স স্লিট এই কার্যক্রম পরিচালনা করছে। তাদের টার্গেট- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত’সহ কয়েকটি দেশ।
অভিযোগ আনা হয়, ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ, ট্যাংক, সাবমেরিন এমনকি টর্পেডো সম্পর্কিত তথ্যের খোঁজ করছে তারা। এর আগেও, উত্তর কোরিয়ার বিরুদ্ধে বেশ কয়েকবার হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে।
/এআই
Leave a reply