চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট

|

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট কমছেই না। বিভিন্ন ইয়ার্ডে প্রায় ৪১ হাজার কনটেইনারের জট তৈরি হয়েছে। দিন শেষে আজ শুক্রবার (২৬ জুলাই) প্রায় তিন হাজার কনটেইনারের পণ্য খালাস হতে পারে। গতকাল বৃহস্পতিবার খালাস হয়েছিল সাড়ে ৫ হাজার কনটেইনার।

এদিকে, চট্টগ্রাম কাস্টম হাউসে আজ পণ্য শুল্কায়ন কার্যক্রম হচ্ছে না। তবে দফতারিক কাজ চলছে।

কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল শনিবার আবারও শুল্কায়ন কার্যক্রম চালু হবে। অন্যদিকে, সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ইন্টারনেটের গতি বাড়লে বিল অব এন্ট্রি জমা দিতে বিড়ম্বনা কমে আসবে। আর ইন্টারনেটের গতি বাড়ানোর তাগিদ দিচ্ছেন বন্দর ব্যবহারকারীরা।

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে চট্টগ্রাম কাস্টম হাউসে দিনে সাড়ে ৬ হাজার আমদানি-রফতানি চালানের শুল্কায়ন সম্পন্ন হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply