বাইডেন-হ্যারিসের পর এবার ট্রাম্পের সাথে বৈঠক করলেন নেতানিয়াহু

|

বাইডেন-হ্যারিসের সাথে বৈঠকের একদিন পর রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) ফ্লোরিডায় ট্রাম্পের মার–এ–লাগো রিসোর্টে এই দুই নেতার বৈঠক হয়।

বৈঠকে কমলা হ্যারিসের মন্তব্যের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এসময় ডেমোক্রেট প্রার্থীকে উন্মাদ বামপন্হি বলে আখ্যা দেন তিনি।

এর আগে নেতানিয়াহুর সাথে বৈঠকে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জানান, তিনি নির্বাচিত হলে ফিলিস্তিন ইস্যুতে নীতির পরিবর্তন আনবেন। তাই ফ্লোরিডায় ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এই বৈঠক বেশ গুরুত্ব পাচ্ছে।

কেননা, ট্রাম্প নির্বাচিত হলে গাজা ইস্যুতে ইসরায়েল নিয়ে তার অবস্থান কি হবে তা স্পষ্ট হওয়া প্রয়োজন নেতানিয়াহুর। বৈঠকে তেলআবিবের প্রতি পূর্ণ সমর্থন জানান ট্রাম্প।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply