গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রোববার রোমে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক। নেতানিয়াহু জানান, গাজায় যুদ্ধবিরতির জন্য আগ্রহী তেলআবিব। এ লক্ষ্যে, সেখানে আলোচনার জন্য প্রতিনিধি পাঠানো হবে।
এর আগে, যুদ্ধবিরতি কার্যকরে কয়েক দফায় আলোচনার উদ্যোগ নেয়া হলেও তা ভেস্তে যায়। গাজায় যুদ্ধ বন্ধে রোম আলোচনা সবশেষ উদ্যোগ। আলোচনায় মার্কিন প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত থাকবেন কাতার ও মিশরের নেতারাও। বৈঠকে উপস্থিত থাকবেন সিআইএর প্রধান।
/এআই
Leave a reply