কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-ভাঙচুর ও নাশকতার মামলায় তিন জেলায় আরও ৪৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার থেকে আজ শনিবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
রংপুরে ১২টি মামলায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপির সভাপতিসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। জেলা শহর থেকে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে গত কয়েকদিনে রংপুরে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৯২ জনে।
এছাড়া, নরসিংদী থেকে মাধবদী থানা জামায়াতের আমিরসহ ৩০ জনকে গ্রেফতার করে পুলিশ। লালমনিরহাটে দু’জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না বলেও দাবি করেছে তারা।
/এমএইচ
Leave a reply