‘ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে’

|

ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী। ট্রাম্পের ওপর হামলায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তারই আলোকে এই হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান যদি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করে; তাহলে দেশটিকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিবে যুক্তরাষ্ট্র। যদি তা না হয়, তাহলে মার্কিন নেতাদের নির্বোধ ও কাপুরুষ হিসেবে বিবেচনা করা হবে।

ঐ পোস্টে, মার্কিন কংগ্রেসে দেয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেন ট্রাম্প। নেতানিয়াহু তাতে ট্রাম্পের বিরুদ্ধে ইরানের চক্রান্তের বিষয়টি তুলে ধরেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply