একদল গুজব ছড়িয়েছে, অপরদল হামলা-সহিংসতা চালিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

ফাইল ছবি

দেশে সংঘবদ্ধ আক্রমণ হয়েছে, এর নেপথ্যে বিএনপি আর জামায়াত— এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা পরিদর্শনে গিয়ে এসব বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের সময় গুজব ছড়িয়েছে একটি দল; অপরদল চালিয়েছে হামলা-সহিংসতা। সংঘবদ্ধ এমন আক্রমণ শুধু বিএনপি-জামায়াত বা জঙ্গিরাই চালাতে পারে। এর প্রমাণ মিলেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গুজবকারীদের থেকে দেশবাসীকে বাঁচাতে গণমাধ্যমকর্মীদের সহায়তা চেয়েছেন তিনি। কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে হেফাজাতে নেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য উচ্চ আদালতের রায়ে ৫ শতাংশ কোটা রয়েছে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তাদের সন্তানদের বয়স সবার ৩০-এর উর্ধ্বে। সেই হিসেবে এখন মেধার ভিত্তিতে নিয়োগ হবে ৯৮ শতাংশ। আমরা মনে করেছিলাম কোটা আন্দোলনকারী এ রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন থেকে সরে যাবে। তবে দুঃখজনক হলেও সত্য তারা সেটি করেনি। এতেই প্রমাণ হয় আন্দোলনকারীদের হাতে আন্দোলন ছিল না।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply