গুলি করে হাসপাতালে দেখতে গিয়ে মায়া কান্না প্রতারণার আরেকটি নজির: ফখরুল

|

ফাইল ছবি।

ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেয়ার পর তাদের হাসপাতালে দেখতে যাওয়া ও মায়া কান্না এবং সাহায্য করবার কথা বলা জনগণের সাথে প্রতারণার আরেকটি নজীর— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। কোট সংস্কার আন্দোলনকে ঘিরে সকল হত্যাকাণ্ডের দায় সরকারকে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ ও মানুষকে অভিশাপ থেকে মুক্তি দেয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সরকার জনরোষে পড়ার ভয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে দেশে কারফিউ দিয়েছে। জনগণকে কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করছে। এই অবস্থা থেকে জাতি দ্রুত মুক্তি চায় এবং এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান।

বিবৃতিতে বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply