ক্যালিফোর্নিয়ার শিকো শহরে দাবানলে পুড়লো প্রায় ৪ লাখ একর জমি

|

ভয়াবহ আকার ধারণ করেছে ক্যালিফোর্নিয়ার দাবানল। ঘণ্টায় পুড়ছে ৫ হাজার একর জমি। যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগ জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত দেশটিতে হওয়া দাবানলগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। রোববার (২৮ জুলাই) এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ৩ লাখ ৮০ হাজার একর পুড়েছে শুধু শিকো শহরেই। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের আড়াই হাজার কর্মী। তীব্র দাবদাহ ও প্রবল বাতাসে তৈরি হয়েছে বিরল আগুণ ও ছাইয়ের ঘূর্ণি; যা ‘ফায়ার-নাডো’ নামে পরিচিত। তবে গেলো ক’দিনের তুলনায় স্থানীয় সময় শনিবার, কিছুটা কমেছে তাপমাত্রা, তারপরও তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সাথে রয়েছে তীব্র বাতাসও। যেকারণে কঠিন হয়ে পড়ছে আগুণের নিয়ন্ত্রণ।

এদিকে, দাবানলটির জন্য দায়ী করে আটক করা হয়েছে ডীন স্টট নামে স্থানীয় এক ব্যক্তিকে। পুলিশ জানায়, আগুন ধরে যাওয়া একটি গাড়ি বনের ভেতর ঠেলে দেন তিনি। আর তা থেকেই তৈরি হয়েছে বিশাল এই দাবানল।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply