কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়কের নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বিগ্ন হবার কিছু নেই। একথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। রোববার (২৮ জুলাই) দুপুরে গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল বলেও জানান হারুন অর রশীদ। বলেন, এজন্যই তাদের হেফাজতে নেয়া হয়েছে। ডিবিতে তাদের মারধর করা হয়েছে, এমন গুজবে কান না দেয়ার অনুরোধও করেন তিনি।
ডিএমপির ডিবি প্রধান আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ডাকসুর সাবেক ভিপিসহ কিছু রাজনৈতিক নেতা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিল। তারা আন্দোলনকারীদের টেলিফোন করেছিল। টেলিফোনে তারা কি বলেছিল, আর কারা কারা ফোন দিয়েছিল, তা জানার জন্যই পাঁচ জনকে ডাকা হয়েছে।
এরইমধ্যে কয়েকজনের নাম ও ফোন নম্বর পাওয়া গেছে বলেও জানান হারুন। এদিকে, মেট্রোরেল ভাঙচুরের ঘটনায় সরাসরি জড়িত চার জনকে গ্রেফতারের কথাও জানিয়েছে গোয়েন্দারা।
/এমএইচ
Leave a reply